bangladesh
 17 Oct 17, 05:59 AM
 353             0

হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত।।  

হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত।।   

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের বাহুবলে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। তবে তার নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ। জনগনের ধাওয়া খেয়ে ডাকাত দলের অন্যরা পালিয়ে যায়, এ সময় একজন ডাকাত ধরা পড়ে গনপিটুনি খেয়ে সগুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান,আজ মঙ্গলবার ভোরে বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মহিষদুলং গ্রামে একদল ডাকাত হানা দেয়। গ্রামবাসী এসময় তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও একজন ধরা পড়েন। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বিকেলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')