News71.com
 Bangladesh
 05 Aug 17, 09:08 AM
 1171           
 0
 05 Aug 17, 09:08 AM

ফিলিপাইনে মামলা চলমান থাকায় রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না।। সিলেটে অর্থমন্ত্রী  

ফিলিপাইনে মামলা চলমান থাকায় রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না।। সিলেটে অর্থমন্ত্রী   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে মামলা চলমান থাকার কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সাথে পানামা পেপারসে নাম আসা বাংলাদেশিদের ব্যাপারে দুদক তদন্ত করছে বলেও জানান মন্ত্রী। আজ শনিবার সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন,ফিলিপাইনে মামলা থাকায় রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। তবে যেসব বাংলাদেশির নাম এসেছে তারা জড়িত থাকার চেয়ে দায়িত্বে অবহেলার জন্যই বেশি দায়ী বলে মনে করেন তিনি। এর আগে অর্থমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত এক সেমিনারে বলেন,সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ নেওয়া জরুরি। এজন্য সরকারের পাশাপাশি জনগণকেও আরও সচেতন হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন