News71.com
 Bangladesh
 03 Jun 24, 06:39 PM
 335           
 0
 03 Jun 24, 06:39 PM

ডুবছে সিলেট নগরী, হাসপাতালেও পানি

ডুবছে সিলেট নগরী, হাসপাতালেও পানি

 

নিউজ ডেস্কঃ সারারাত ও সকালের বৃষ্টি আর পাহাড়ি ঢলে এবার বন্যার পানি প্রবেশ করছে সিলেট নগরীতে। আলোচিত উপশহরের একাংশসহ নগরী ও এর আশপাশের শতাধিক এলাকার মানুষ ইতোমধ্যে পানিবন্দি হয়ে পড়েছেন। আজ সোমবার দুপুর পর্যন্ত ২৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২০২২ সালের বন্যায় পুরোটাই ডুবেছিল উপশহর। এবার সেই আশঙ্কা করছেন সেখানকার বাসিন্দারা। আজ সোমবার দুপুর ১২টার দিকে নগরীর সোবহানীঘাট এলাকায় নৌকাযোগে পারাপার হতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের। যতরপুরের নবপুস্প এলাকার গৃহিণী শ্যামলী রানীকে তার সন্তান নিয়ে নৌকাযোগে প্রধান সড়কে উঠতে দেখা গেছে।

তিনি জানান, সকালে ঘরের খাট ডুবে গেছে। ২২ সালে একই বাসায় কোমর পানি ছিল। শুধু শ্যামলীর বাসা নয়, তার মত কয়েক হাজার বাসিন্দার বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। সকালে দেখা গেছে, সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন ভবনের নিচতলায় পানি প্রবেশ করেছে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন