News71.com
 Bangladesh
 04 Apr 21, 11:48 AM
 805           
 0
 04 Apr 21, 11:48 AM

দিনাজপুরে কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা॥

দিনাজপুরে কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা॥

নিউজ ডেস্কঃ সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও স্বাস্থ্যবিধি না মেনে কোচিং সেন্টার চালু রাখায় দিনাজপুরে একটি কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় দিনাজপুর শহরের সুইহারী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোচিং সেন্টার চালু থাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাঠকক্ষে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের কোচিং চলছিল।

অভিযান চলাকালীন কোচিং সেন্টারের পরিচালক মো. খাদেমুল ইসলাম এর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী। এসময় তিনি কোচিং সেন্টারটি বন্ধ করে দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনার প্রাদুর্ভাবে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু কোচিং সেন্টার গোপনে শিক্ষার্থীদের শিক্ষাদান চালিয়ে আসছিল। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই কোচিং সেন্টারে অভিযান চালানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন