News71.com
 Bangladesh
 20 Mar 21, 08:06 PM
 283           
 0
 20 Mar 21, 08:06 PM

ঠাকুরগাঁওয়ে সিগারেটের আগুনে ৯ ঘর পুড়ে ছাই॥

ঠাকুরগাঁওয়ে সিগারেটের আগুনে ৯ ঘর পুড়ে ছাই॥

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে বিড়ি-সিগারেটের আগুনে ৯টি খড়ের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস সূত্র মতে, শনিবার দিনগত রাত ২ টায় উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সফির উদ্দীনের ছেলে মসলেম উদ্দীনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৯ টি খরের ঘরসহ সাড়ে ৩ লাখ টাকা ক্ষতক্ষতি হয় বলে ভুক্তভোগীদের দাবি। বিড়ি সিগারেট থেকে খড়ের গাদায় আগুন লাগে বলে জানান তারা। ঠাকুরগাঁও স্টেশন মাস্টার মফিজার রহমান জানান, রাত ২ টার সময় খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন