News71.com
 Bangladesh
 20 Mar 21, 07:46 PM
 815           
 0
 20 Mar 21, 07:46 PM

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনা॥ নিহত ২, আহত ১৫ জন

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনা॥ নিহত ২, আহত ১৫ জন

নিউজ ডেস্কঃ দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার দিনাজপুর-দশমাইল মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় মোস্তফা কামাল নামে এক বাইসাইকেল আরোহী নিহত হন। পার্বতীপুরে পিকআপের ধাক্কায় চয়ন মোল্লা নামে আরেক পথচারীর মৃত্যু হয়। এছাড়া দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। নিহত মোস্তফা কামাল (৩৫) দিনাজপুর সদর উপজেলার রামডুবি এলাকার মোহসিন আলীর ছেলে। নিহত চয়ন মোল্লা (৭০) পার্বতীপুর শহরের হলদীবাড়ী রেল কলোনীর বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে বাইসাইকেল যোগে বাড়ি থেকে দিনাজপুর শহরে যাচ্ছিলেন মোস্তফা কামাল। বটতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে মোস্তফা কামালকে চাপা দেয়। কোতোয়ালি থানার এএসআই নবকুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মো. মমিনুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা পূর্নভবা পরিবহন শনিবার দুপুর ১২টার দিকে ঘোড়াঘাটের সুকানপুকুর মোড় (ভিক্কুর মোড়) নামক স্থানে আসলে বাসটি এক্সেল ভেঙ্গে রাস্তার মাঝখানে উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় বাসে থাকা যাত্রীর মধ্যে ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন