News71.com
 Bangladesh
 02 Feb 21, 09:08 PM
 766           
 0
 02 Feb 21, 09:08 PM

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায় ৬.৩ ডিগ্রি।।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায় ৬.৩ ডিগ্রি।।

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশা আর ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র থেকে মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল ইসলাম জানান, এ শীত মৌসুমে জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শৈত্যপ্রবাহ বেশ কয়েক দিন থাকতে পারে। ঠান্ডা বাতাসের কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন