Bangladesh
 06 Jul 20, 10:59 AM
 88             0

ডোমারে নিখোঁজ ২ শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার॥

ডোমারে নিখোঁজ ২ শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ নীলফামারী ডোমারে পাঙ্গা নদীতে পড়ে নিখোঁজ দুই শিশুর মধ্যে মনোয়ার (৬) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর রোববার (৫ জুলাই) নদীর পানি কমে এলে মনোয়ারের পরিবারের লোকজন সকালে দুই শিশুকে উদ্ধারের জন্য নদীতে অভিযান শুরু করে। দুপুর ১২টার দিকে নিখোঁজের স্থান থেকে আনুমানিক ৪ শ' গজ দূরে নদীতেই শিশুটির মৃতদেহ পাওয়া যায়। অপর শিশু নুরে জান্নাত মনির (৫) সন্ধান এখনও পাওয়া যায়নি। তাকেও উদ্ধারের চেষ্টা চলছে। গত শুক্রবার (৩ জুলাই) দুপুরে গোমনাতি-আমবাড়ী সড়কের বেইলি ব্রিজ দিয়ে যাওয়ার সময় ইজিবাইক থেকে ছিটকে পাঙ্গা নদীতে পড়ে যায় তিন শিশু। পরে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয় দুই শিশু। এনিয়ে এক শিশুকে উদ্ধার ও একজনের মৃতদেহ উদ্ধার হলো এবং নুরে জান্নাত মনির (৫) এখনো খোঁজ মিলেনি। বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')