News71.com
 Bangladesh
 02 Jun 20, 10:39 AM
 571           
 0
 02 Jun 20, 10:39 AM

পঞ্চগড়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ ৫ জনের মৃত্যু॥

পঞ্চগড়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ ৫ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দিনাজপুর ও নীলফামারীতে মারা গেছেন আরও ২ জন। মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।পুলিশ জানায়, সোমবার (১ জুন) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় ছেলেকে সঙ্গে নিয়ে নিজের জমিতে ধান কাটছিলেন কৃষক মোহাম্মদ আলীসহ বেশ কয়েকজন। হঠাৎ বৃষ্টি নামলে বজ্রপাত শুরু হয়।এতে গুরুতর আহত হন মোহাম্মদ আলী ও তার ছেলে আনিসুর রহমান। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে দু’জনেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও বোদা উপজেলায় বজ্রপাতে একজন এবং দিনাজপুর ও নীলফামারীতে আরও দু’জনের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন