bangladesh
 01 Nov 19, 12:45 PM
 101             0

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রলি উল্টে নিহত ২॥

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রলি উল্টে নিহত ২॥

নিউজ ডেস্কঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাঁশঝাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রলি উল্টে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রলিচালক বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে আল আমিন ইসলাম (২৭) ও ট্রলি শ্রমিক একই উপজেলার কিষ্ট চাঁদপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আল আমিন (১৭)। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল হাসান জানান, বিরামপুর থেকে রড নিয়ে ট্রলিটি ফুলবাড়ীর দিকে আসছিল। পথে বাঁশঝাড়া এলাকায় চলন্ত অবস্থায় ট্রলির হিট (ট্রলির ইঞ্জিন ও বগির মধ্যে সংযুক্ত স্থান) খুলে যায়। এতে ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')