News71.com
 Bangladesh
 15 Oct 19, 10:21 PM
 864           
 0
 15 Oct 19, 10:21 PM

ঠাকুরগাঁওয়ে ১৬৯ বোতল ফেন্সিডিল ও ৩০০ কেজি গাঁজাসহ দুই নারী আটক ।।

ঠাকুরগাঁওয়ে ১৬৯ বোতল ফেন্সিডিল ও ৩০০ কেজি গাঁজাসহ দুই নারী আটক ।।

নিউজ ডেস্কঃ জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর নির্দেশে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত আড়াই ঘন্টা অভিযান চালিয়ে ১৬৯ বোতল ফেন্সিডিল ও তিনশ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হলো, স্টেশন রোডের মাদক ব্যবসায়ী মনুর দ্বিতীয় স্ত্রী হামিদা (৪৬) ও খলিলের স্ত্রী শাহাজাদী (৩০)। এদের মধ্যে শাহাজাদী বাড়ি থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম শাহাজাদীকে বিনাশ্রম ছয় মাসের কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড প্রদান করেন। এদিকে ওই গ্রামেই পৃথক অভিযানে হামিদার বাড়ির শোবার খাটের নিচে গর্ত থেকে ১৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। হামিদার বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা থাকায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম। অন্যদিকে ওই গ্রামের জালাল (৪৫) এর বাড়ি থেকে ২৫০ কেজি গাঁজা ও গাঁজাবিক্রির ৩৫ হাজার ৭ শত ৯০ টাকা উদ্ধার করা হয়। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও এলাকাবাসীদের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদেরকে আটক ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন