News71.com
 Bangladesh
 04 Oct 19, 01:42 PM
 822           
 0
 04 Oct 19, 01:42 PM

রংপুর-৩ উপনির্বাচন: প্রচারণা শেষ, বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ।।

রংপুর-৩ উপনির্বাচন: প্রচারণা শেষ, বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ।।

নিউজ ডেস্কঃ রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণা বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় শেষ হয়েছে। প্রার্থীরা বুধবার (২ অক্টোবর) গভীর রাত পর্যন্ত এবং আজ সকালেও নগরীর বিভিন্ন এলাকায় শেষ সময়ের জনসংযোগ ও প্রচারণা চালান। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনের দিন (৫ অক্টোবর) পর্যন্ত নির্বাচনি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ এবং বহিরাগতদের নির্বাচনি এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নির্বাচনের দিন পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। নগরীসহ নির্বাচনি এলাকায় মোটরসাইকেল ও মোটরযান চলাচল বন্ধ এবং বহিরাগতদের নির্বাচনি এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। রংপুর সদর-৩ আসনে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২০ হাজার ৮২৩ জন এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন। নির্বাচনে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন