News71.com
 Bangladesh
 29 Sep 19, 07:15 PM
 835           
 0
 29 Sep 19, 07:15 PM

এরশাদের আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, সোমবারে যাবেন ফখরুল ।।

এরশাদের আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, সোমবারে যাবেন ফখরুল ।।

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রচারণার শেষ সপ্তাহে এসে লাঙ্গল, ধানের শীষ ও মোটর গাড়ি প্রতিকের প্রার্থীর প্রচারণা শীর্ষে। অলিগলি গনসংযোগ ছাড়াও পথসভাসহ বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছেন তারা।
জাতীয় পার্টির প্রার্থী এরশাদ পুত্র রাহগীর আল মাহী এরশাদ ওরফে সাদ এরশাদ রোববার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদ ও নার্স এসোসিয়েশনের সাথে মতবিনিময় করেন। অন্যদিকে বিএনপি প্রার্থী রিটা রহমান সকালে প্রেসক্লাব চত্বর, রিপোর্টার্স ক্লাব, জাহাজ কোম্পানী মোড়, বেতপট্রি, দেওয়ানবাড়ি রোড, হাড়িপট্রি, চাউল আমোদ গলিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে প্রেসক্লাব চত্বরে রিটা রহমান অভিযোগ করে সাংবাদিকদের জানান, আমার প্রতি বৈষম্য মুলক আচরণ করা হচ্ছে। নেতাকর্মীদের বিরুদ্ধে নানা রকমের মামলা সহ হুমকি-ধমকি দেয়া হচ্ছে। প্রচার-প্রচারণায় সমঅধিকার দেয়া হচ্ছে না। মহাজোটের প্রার্থীকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। যা নির্বাচনকে প্রভাবিত করবে। তার জন্য নির্বাচনী সভার মঞ্চ তৈরিতে আচরণ বিধির কথা বলে বাঁধা দেয়া হচ্ছে। নির্বাচন নিয়ে আমি এবং ভোটাররা শংকার মধ্যে রয়েছি। অন্যদিক স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ নগরীর সেনপাড়া ও সালেক মার্কেট এলাকায় গনসংযোগ শেষে বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। এসময় আসিফ অভিযোগ করে বলেন, মহাজোট প্রার্থী আচরণবিধি মানছেন না। প্রশাসনও সে বিষয়ে কোন মাথা ঘামাচ্ছে না। এটা উদ্বেগজনক। সোমবার প্রচারণায় নামবেন বিএনপি মহাসচিব : এই আসনে সোমবার দুপুরে রিটা রহমানের পক্ষে প্রচারণা চালাতে রংপুরে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন