News71.com
 Bangladesh
 21 Sep 19, 12:59 PM
 883           
 0
 21 Sep 19, 12:59 PM

ঠাকুরগাঁওয়ে ৪৫৯ মন্ডপে দুর্গা পূজার প্রস্তুতি॥

ঠাকুরগাঁওয়ে ৪৫৯ মন্ডপে দুর্গা পূজার প্রস্তুতি॥

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ৪৫৯টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে প্রতিমা শিল্পীরা দিনরাত পরিশ্রম করে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার এক একটি রূপ। মন্দির ও মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জার ব্যাপক আয়োজন। দীর্ঘ ৬ মাস ধরে কাজ করে এখন প্রায় শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ । দুই এক দিনের মধ্যে শুরু হবে রংয়ের প্রলেপ ও অঙ্গসজ্জার কাজ। মনের মাধুরিতে রং তুলির আচরে মা দুর্গাকে সাজাবে প্রতিমা শিল্পীরা। এবার ঠাকুরগাঁও জেলায় গত বছরের চেয়ে ৪ টি বেশী মণ্ডপে পূজা উদযাপন হবে। আগামী ৪ অক্টোবর থেকে ঠাকুরগাঁওয়ে ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুরু এবং ৮ অক্টোবর দেবী বির্সজনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি হবে বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন