bangladesh
 03 May 19, 02:43 PM
 78             0

বাড়ির ছাদে বিদ্যুতের ফাঁদ॥ প্রাণগেল ভাড়াটিয়া মা-মেয়ে ও নাতনীর

বাড়ির ছাদে বিদ্যুতের ফাঁদ॥ প্রাণগেল ভাড়াটিয়া মা-মেয়ে ও নাতনীর

নিউজ ডেস্কঃ রংপুরে চুরি ঠেকাতে ছাদের রেলিংয়ে দেয়া বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (৩ মে) বেলা সোয়া ১টায় রংপুর মহানগরীর চারতলা মোড় বনানীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাড়ির মালিককে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, নগরীর বনানীপাড়ায় এলাকায় ৩ তলা ভবনের ছাদে র্যাষলিংয়ে কাপড় শুকাতে যান ভাড়াটিয়া তানিয়া। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে চিৎকার দেন তিনি। পরে তার শিশুকন্যা তাজমিয়া মাকে স্পর্শ করলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাদের দু’জনকে বাঁচাতে তানিয়ার মা তাজমহল বেগম এগিয়ে গেলে একইভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।চুরি ঠেকাতে ছাদের র্যােলিংয়ে বিদ্যুৎ সংযোগ দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এ ঘটনায় বাড়ির মালিক সৈয়দ আলীকে আটক করেছে পুলিশ।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও ডা. দেবব্রত কুমার রায় বলেন, হাসপাতালে আনার পর তাদেরকে আমরা মৃত অবস্থায় পাই। তিনজন ছিল যার মধ্যে দুইজন নারী ও একজন শিশু। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট মারা যাওয়ার ঘটনায় আমাদের তদন্ত চলছে। এ ঘটনায় বাড়ির মালিককে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')