News71.com
 Bangladesh
 17 Apr 19, 07:32 AM
 1249           
 0
 17 Apr 19, 07:32 AM

রংপুরের পীরগাছায় পুলিশের এসআইসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার॥

রংপুরের পীরগাছায় পুলিশের এসআইসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ রংপুরের পীরগাছা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই), উপজেলা আওয়ামী লীগের নেতার ছেলেসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে পীরগাছা উপজেলার অন্নদানগর জাদু লস্কর এলাকার সাবেক মেম্বার নুরুল ইসলামের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আজিমুদ্দিন। তিনি জানান, ইয়াবার বড় চালান হাতবদল হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অন্নদানগরে অভিযান চালানো হয়। এ সময় কুড়িগ্রাম সদর থানা উপ-পরিদর্শক ইজ্জ্বত আলী ও স্থানীয় পাঁচ যুবককে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ইজ্জ্বত আলী অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন- জাদুলষ্কর এলাকার সাবেক মেম্বার নুরুল ইসলামে ছেলে মামুন মিয়া, একই গ্রামের আব্দুল আজিজের ছেলে আরিফ হোসেন, সাইফুল ইসলামের ছেলে জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের নেতা আকতার ভূঁইয়ার ছেলে পিয়াল ও অন্নদানগরের আফসার ভূঁইয়ার ছেলে পিংকু। এরা সবাই পীরগাছা উপজেলার বাসিন্দা।


এদিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হলেও ইয়াবার পরিমাণ নিয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন থানার ওসি। তবে থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার দেখানো হয়েছে। এদিকে, পীরগাছায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক ও স্থানীয়রা জানান, পুলিশ কুড়িগ্রাম সদর থানার এসআই ইজ্জত আলীর কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করলেও পীরগাছা থানার পুলিশ জব্দ তালিকায় মাত্র ২৫০ পিস ইয়াবা দেখিয়েছে। এ ব্যাপারে পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ওই এলাকার অন্নদানগর ইউনিয়ন পরিষদ ভবন থেকে ইয়াবা সেবনকালে পীরগাছা কলেজ ছাত্রলীগের সেক্রেটারিসহ বেশ কয়েকজনকে আটক করেছিলো পুলিশ। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন