News71.com
 Bangladesh
 22 Jan 19, 11:09 AM
 1202           
 0
 22 Jan 19, 11:09 AM

মিনাপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশি গরু চোরাচালানির॥

মিনাপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশি গরু চোরাচালানির॥

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু চোরচালানি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত জেনারুল হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউপির তালডাঙ্গী গ্রামের আব্দুল তোয়াফের ছেলে । হরিপুর থানা পুলিশের ওসি আমিরুজ্জামান বলেন, আজ মঙ্গলবার ভোরে জেনারুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার মিনাপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকে। এ সময় মালদ্বখন্ড ক্যাম্পের বিএসএফের সদস্যরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জেনারুল নিহত হন। তবে বাকি গরু ব্যবসায়ীরা পালিয়ে বাংলাদেশে আসেন। ৪২-বিজিবির কারিগাঁও কোম্পানি কমান্ডার এনামুল হক বলেন, নিহত জেনারুলের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ফেরত দেয়ার কথা হয়েছে । বিজিবিকে মরদেহ ফেরতের বিষয়টি ভারতের মালদ্বখন্ড ক্যাম্পের বিএসএফ নিশ্চিত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন