News71.com
 Bangladesh
 14 Jul 18, 05:40 PM
 1334           
 0
 14 Jul 18, 05:40 PM

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনির ৫৫ শ্রমিক পুরস্কৃত।।

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনির ৫৫ শ্রমিক পুরস্কৃত।।

নিউজ ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনিতে দক্ষ ৫৫ শ্রমিককে পুরস্কৃত করেছে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)। আজ শনিবার দুপুর ৩টায় খনির ওয়েল ফেয়ার ভবনে এসব খনি শ্রমিককে পুরস্কার প্রদান করা হয়। জিটিসি সূত্রে জানা গেছে, কঠিন শিলা খনির ভূ-গর্ভে এবং উপরিভাগে পাওয়ার সাপ্লাই (আন্ডার গ্রাউন্ড এবং সারফেস), ভেনটিলেশন, ড্রিফটিং, স্টপিং, আন্ডার গ্রাউন্ড ট্রান্সপোর্ট, মেইন পাম্প ষ্টেশন, রিপেয়ার এন্ড মেকানিক্যাল সপ, ড্রিলিং এন্ড বস্টিং, হোস্টিং (আন্ডার গ্রাউন্ড), নেটওর্য়াক এন্ড সাব-স্টেশন এবং ক্রাশিং এন্ড স্কিনিং প্লান্ট বিভাগে কর্মরত খনি শ্রমিকদের মধ্যে থেকে গত জুন মাসে ভালো কাজের জন্য ৫৫ জন নির্বাচিত শ্রমিককে এই পুরস্কারের অর্থ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা খনির ওয়েল ফেয়ার ভবনে স্ব স্ব দপ্তর থেকে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের নিকট থেকে পুরস্কারের অর্থ গ্রহণ করেন।

পুরস্কৃত হওয়ার পর পুরস্কারপ্রাপ্ত খনি শ্রমিক মশিউর রহমান জানান,খনিতে তাদের কাজের মূল্যায়ন করে প্রতি মাসে এই ধরনের পুরস্কার দেওয়ায় শ্রমিকরা তাদের কাজে উৎসাহী হচ্ছেন ও দক্ষতা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। এ ব্যাপারে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দিকী বলেন, মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি পাথর উৎপাদন প্রক্রিয়ায় দক্ষতা,ব্যবহার,শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা ইত্যাদি গুণাবলী বিবেচনায় নিয়ে নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে খনিতে বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত সেরা শ্রমিকদের পুরস্কৃত করে আসছে ধারাবাহিকভাবে। তারই অংশ হিসেবে গত জুন মাসের ৫৫ খনি শ্রমিককে পুরস্কার প্রদান করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন