News71.com
 Bangladesh
 13 Mar 18, 11:11 AM
 1116           
 0
 13 Mar 18, 11:11 AM

শান্তিপুর্ণ ভাবে গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।।

শান্তিপুর্ণ ভাবে গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।।

নিউজ ডেস্কঃ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার মোট ১০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে,চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ উপ-নির্বাচনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের তিন লাখ ৩৮ হাজার ৫৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১০৯টি কেন্দ্রের মধ্যে ৮৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে নির্বাচন কমিশন। বিশৃঙ্খলা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রংপুর আঞ্চলিক অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন জানান,ভোটের মাঠের পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে রয়েছে। সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের চেষ্টাই অব্যাহত আছে। উল্লেখ্য,সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান এ আসনের এমপি গোলাম মোস্তফা আহমেদ। এতে এমপি পদটি শূন্য হওয়ায় উপনির্বাচন দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন