News71.com
 Bangladesh
 08 Mar 18, 05:13 AM
 1328           
 0
 08 Mar 18, 05:13 AM

ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক।।

ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক।।

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ভারতীয় ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তাদের এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন,১৭১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাকেশ সিনহা। এছাড়া ৩০ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. আবুল হাশেমসহ বিএসএফ এর কোম্পানি কমান্ডার ও বিওপি/ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুলি বর্ষণ, চোরাচালান, মাদক পাচার ও মানব পাচার সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ করার ব্যাপারে উভয়ে একমত পোষণ করেন। এ ছাড়া বিএসএফ সকল প্রকার সীমান্ত অপরাধ কঠোর হস্তে দমনের পাশাপাশি পরস্পরের সহযোগিতা বজায় রাখার বিষয়ে একমত পোষণ করে। সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক শেষ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন