News71.com
 Bangladesh
 20 Jan 18, 01:45 AM
 1068           
 0
 20 Jan 18, 01:45 AM

প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে রংপুর অঞ্চলে দগ্ধ আরো তিনজনের মৃত্যু।।

প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে রংপুর অঞ্চলে দগ্ধ আরো তিনজনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে রংপুর অঞ্চলে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- লালমনিরহাটের রুমকি বেগম (২৭) ও দিনাজপুরের গীতা রাণী (২৫),মকবুল হোসেন (৭০) এই তিনজন নিয়ে এই মাসে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসার পর মারা যান মোট ২১ জন। চিকিৎসাধীন রয়েছেন আরো ৫২ জন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার তৌহিদ আলম সিদ্দিক সাংবাদিকদের জানান,আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গীতা রাণীর এবং গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মকবুল ও পরে রুমকির মৃত্যু হয়। পৌষ মাসের শেষ দিকে হঠাৎ রংপুর অঞ্চলে শুরু হওয়া শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কাহিল হয়ে পড়ে জনজীবন। বিশেষ করে শ্রমজীবীসহ নদীপারের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। কয়েকদিন ধরে এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন