News71.com
 Bangladesh
 08 Sep 17, 09:09 AM
 1207           
 0
 08 Sep 17, 09:09 AM

একজনের পাওনাটাকা আদায় করতে যেয়ে কুড়িগ্রামে এক এএসআইসহ ৩ পুলিশ জনতার হাতে ধরাশায়ী

একজনের পাওনাটাকা আদায় করতে যেয়ে কুড়িগ্রামে এক এএসআইসহ ৩ পুলিশ জনতার হাতে ধরাশায়ী

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারীতে পাওনা টাকা তুলে দিতে গিয়ে নামাজেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের এক এএসআইসহ ৩ পুলিশ সদস্য বিক্ষুদ্ধ জনতার তোপের মুখে পড়ার ঘটনা ঘটেছে। এসময় ওই ৩ পুলিশ সদস্যকে প্রায় ৫ ঘন্টা বেঁধে রাখে বিক্ষুদ্ধ জনতা। খবর পেয়ে রৌমারী থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকেল সাড়ে ৫টার দিকে বেঁধে রাখা অবরূদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর ইটালুকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে,নামাজেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আলমগীর হোসেন দুই কনস্টেবল বেলাল হোসেন ও মশিউর রহমানকে সঙ্গে নিয়ে রৌমারী থানার অধিনে চরইটালুকান্দা গ্রামের মুন্নাফ আলীর বাড়িতে হাজির হয়। এ সময় পুলিশ মুন্নাফ আলীকে দৌড়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মুন্নাফ আলীর অপরাধ,তার কাছে ২৭ হাজার টাকা পায় উত্তর নামাজেরচর আছমত আলী নামের এক ব্যক্তি। পুলিশ আছমত আলীর সঙ্গে অলিখিত এক চুক্তি করে ২৭ হাজার টাকা তুলে দিতে পারলে পুলিশকে দেয়া হবে ১০ হাজার টাকা। এই লোভে ওই ৩ পুলিশ সদস্য মুন্নাফ আলীর বাড়িতে হানা দেয়। এতে বিক্ষুদ্ধ হয়ে ওঠে গ্রামবাসি।

ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে নামাজেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল মান্নান বলেন,মুন্নাফ আলীর বিরুদ্ধে পাওনা টাকার অভিযোগ দায়ের করার পরই আমার পুলিশ ওই গ্রামে যায়। সেখানে সাধারণ মানুষ না বুঝে পুলিশদের ওপর চড়াও হয়ে তাদের অবরূদ্ধ করে রাখে। রৌমারী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান,আমাদের উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার হাতে অবরূদ্ধ থাকা ৩ পুলিশকে উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্তের পরই বলা যাবে আসল ঘটনা কি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন