নিউজ ডেস্কঃ রাজশাহী রেলওয়ে স্টেশনে বসানো হয়েছে ‘জীবাণুনাশক কক্ষ’। স্টেশনের প্রবেশ মুখে ও বর্হিগম পথে কক্ষ স্থাপন করা হয়। এতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেন চালুর প্রক্রিয়া আরও এক ধাপ এগোলো। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ২৫ মার্চ থেকে সারা দেশের সঙ্গে পশ্চিমাঞ্চল রেলওয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রেখেছে। তবেঈ দের পর সীমিত আকারে পশ্চিমাঞ্চলে ট্রেন চালু হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে কীভাবে পুনরায় ট্রেন চলাচল চালু করা যায়, তা নিয়ে ইতোমধ্যে স্টেশনগুলোতেও প্রস্তুতি চলছে। তবে পশ্চিম রেলে ট্রেন ছাড়তে হলে মানতে হবে ১৯ দফা নির্দেশনা। তারই অংশ হিসেবে এক এক করে এগিয়ে চলছে শর্ত বাস্তবায়ন ও ট্রেন ছাড়ার প্রস্তুতি।
রবিবার বেলা ১১টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথে জীবাণুনাশক কক্ষ স্থাপনের কাজ শুরু করা হয়। দুপুর ২টার মধ্যে কাজ শেষ হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ঈদের পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলে কিছু স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করতে হবে। এজন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক কার্যালয় থেকে ১৯ দফা নির্দেশনা জারি করা হয়েছে। ওইসব শর্ত বাস্তবায়নের কাজ ধাপে ধাপে এগোচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার কার্যালয়ের অধীন স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথে জীবাণুনাশক কক্ষ স্থাপন করা হচ্ছে। এ কাজ সমন্বয় করছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) আহছান উল্লাহ ভূঞা, বিভাগীয় মেডিক্যাল অফিসার মারুফ হাসান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়া।
তিনি বলেন, সরকারি নির্দেশে গত ২৫ মার্চ রাত থেকে পশ্চিমাঞ্চলের সবরুটে যাত্রীবাহী ট্রেন বন্ধ রয়েছে। তবে পঞ্চগড়-ঢাকা রুটে নিত্যপণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শিগগিরই খুলনা-ঢাকা রুটেও চালু হবে। এর আগে গত ৯ মে রাত থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীদের শারীরিক দূরত্ব নিশ্চিতের জন্য লাল রঙের বৃত্ত আঁকা হয়। শারিরীক দূরত্ব নিশ্চিত করে ওই বৃত্তের ওপর দাঁড়িয়ে যাত্রীরা নিরাপদে টিকিট কিনতে ও ট্রেনের জন্য অপেক্ষা করতে পারেন, তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে হাত ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে।