News71.com
 Bangladesh
 25 Mar 20, 07:06 PM
 970           
 0
 25 Mar 20, 07:06 PM

করোনা আক্রান্ত সন্দেহে গাইবান্ধায় যুবকের আত্মহত্যা॥

করোনা আক্রান্ত সন্দেহে গাইবান্ধায় যুবকের আত্মহত্যা॥

নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাহিদুল ইসলাম (৩৬) নামের এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে জ্বর-সর্দিজনিত রোগ নিয়ে গ্রামে আসায় এলাকাবাসী ধারণা করছে তার করোনা হয়েছিল।বুধবার (২৫ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে পুলিশ উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে। নিহত জাহিদুল একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। নিহতের স্বজনরা জানান, দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে জ্বর-সর্দি নিয়ে জাহিদুল আসে। তার জ্বর-সর্দি দেখে এলাকাবাসী তাকে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করে। তার শরীর আগের চেয়ে অনেক শুকিয়ে যাওয়ায় সে নিজেও বিচলিত ছিল। এ অবস্থায় মঙ্গলবার রাতে বাড়ির অদূরে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিদুল ইসলাম জানান, আমরা খবর পাওয়া মাত্রই একটি মেডিকেল টিম সেখানে পাঠিয়েছিলাম, তার শরীরে কোন করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় নি, ধারণা করা হচ্ছে করোনা আতঙ্কে কিংবা পারিবারিক কারণে সে আত্মহত্যা করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন