News71.com
 Bangladesh
 31 Aug 19, 12:45 PM
 954           
 0
 31 Aug 19, 12:45 PM

স্কুল মাঠে বেড়া দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ॥ নিহত ১

স্কুল মাঠে বেড়া দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ॥ নিহত ১

নিউজ ডেস্কঃ জয়পুরহাটের কালাই উপজেলার কুশুমসারা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৯ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে কুশুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেড়া দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামছুল (৫৯) মারা যান। আহতদের মধ্যে আব্দুর রশিদ (৫০), নাছির হোসেন (৩০) ও রসুল হোসেনকে (২৪) রাতেই জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা কালাই উপজেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা সবাই কুশুমসারা গ্রামের বাসিন্দা।


কালাই থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক জানান,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সমর্থকরা বিদ্যালয় মাঠ ঘেরার জন্য বেড়া দিতে যায়। জেলা আওয়ামী লীগের সদস্য ও মাত্রায় ইউনিয়নের চেয়ারম্যান লজিক তালুকদারের সমর্থকরা বাধা দেয়। এতে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ৯ জন আহত ও একজন নিহত হয়।এ ঘটনায় এখনও পর্যন্ত মামলা হয়নি। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন