News71.com
 Bangladesh
 03 Aug 19, 06:36 PM
 989           
 0
 03 Aug 19, 06:36 PM

নাটোরে ভিমরুলের হুলে প্রাণ গেল এক শিশুর  

নাটোরে ভিমরুলের হুলে প্রাণ গেল এক শিশুর   

নিউজ ডেস্কঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ভিমরুলের কামড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার তালতলা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম শফি আহম্মেদ (৬)। সে স্থানীয় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। জানা যায়, গতকাল শুক্রবার খেলতে গিয়ে ভিমরুলের কামড়ে আহত হয় শিশু শফি। দুপুরে তাকে বনপাড়ার আমেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতে বাড়ি ফিরে আসার পর আজ ভোরে বাসায় তার মৃত্যু হয়।

তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা রানী সূত্রধর জানান, তালতলা গ্রামের চান আহম্মেদের ছেলে শফি আহম্মেদ গতকাল দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। এ সময় পুকুরপাড়ের ঝোপ থেকে একসঙ্গে অনেকগুলো ভিমরুল বের হয়ে এসে তাকে কামড় দেয়। ভিমরুলের কামড় খেয়ে সে পুকুরে ঝাঁপ দেয়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে পাশের বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করে। সুস্থ হয়েছে—এমনটা ভেবে তাকে রাতে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ ভোরে সারা শরীর নীল বর্ণ হয়ে শিশুটি মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন