নিউজ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামের নগর ইউপির মুকিমপুর গ্রামে ছিনতাইকারীদের গুলিতে আমিন নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আমীন মুকিমপুর এলাকার শাহাদাৎ হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, বাড়ি থেকে বাজারে যাচ্ছিলো আমিন। পথে ছিনতাইকারীরা গুলি করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। ঘটনাস্থলেই আমিন মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ দাশ জানান, হত্যার পেছনে অন্য কোনো বিষয় আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।