ঢাকা রাজশাহী চাপাই রুটের বাসের এক অনন্য নাম মিন্টু এন্টারপ্রাইজ। ১৯৯৮ সাল থেকে যাত্রা শুরু করে যাত্রীদের মনে জায়গা করে নিয়েছে উত্তরাঞ্চলের এই বাসটি। যাত্রীদেরকে সঠিক সেবা ও মান নিশ্চিত করতে মিন্টু এন্টারপ্রাইজ বরাবরই ছিল প্রতিশ্রুতিবদ্ধ। মিন্টু এন্টারপ্রাইজে যাত্রীরা বাসে উঠে নির্বিঘ্নে ঢাকা-রাজশাহী-চাপাই রুটে চলাচল করতো।
মিন্টু এন্টারপ্রাইজ সবসময় চিন্তা করে যাত্রীদের কথা। প্রায় অনেক বছর বাসটি সেবা দেয়ার পর হঠাত বন্ধ হয়ে যায় এরপর যাত্রীরা পড়ে ভোগান্তিতে। যাত্রীদের মনে একটাই কথা ছিল একটাই প্রশ্ন ছিল, কখন আসবে মিন্টু এন্টারপ্রাইজ?সব কিছু চিন্তা করে নতুন উদ্দ্যম নিয়ে নতুন আঙ্গিকে এবারের ঈদে ৫টি নতুন মড়েলের বাস নিয়ে আবারো যাত্রা শুরু করলো মিন্টু এন্টারপ্রাইজ।
অত্যাধুনিক সকল প্রযুক্তি ও সেবা যুক্ত করে যাত্রীদের চাহিদা নিশ্চিত করতে মিন্টু এন্টারপ্রাইজ আবারও ঢাকা রাজশাহী চাঁপাই রুটে নেমেছে দাপটের সাথে। যাত্রীদের ঈদের কথা চিন্তা করে ঈদের আগেই ৫ টি বাস যুক্ত করে তাদের বহরে। আবারো মিন্টু এন্টার প্রাইজ ফিরে পাবে তার প্রাণ ফিরে পাবে যাত্রীদের সেই ভালোবাসা এমনি প্রত্যাশা মিন্টু পরিবহনের।