News71.com
 Bangladesh
 31 Jul 17, 02:03 AM
 1239           
 0
 31 Jul 17, 02:03 AM

ছাত্রী ধর্ষণ ও তার পরিবারের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে, ক্ষোভে উত্তাল বগুড়া

ছাত্রী ধর্ষণ ও তার পরিবারের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে, ক্ষোভে উত্তাল বগুড়া

নিউজ ডেস্ক : ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছে বগুড়ার মানুষ। অভিযুক্ত শ্রমিক লীগ নেতা, নারী কাউন্সিলর এবং তাঁদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সর্বস্তরের গনমানুষের পক্ষ থেকে । এদিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে মা-মেয়েকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার মামলার পলাতক পাঁচ আসামি তুফানের স্ত্রী আশা সরকার, কাউন্সিলর মার্জিয়া আক্তার ওরফে রুমকি, তাঁর মা রুমি বেগম, তুফানের দুই সহযোগী জিতু ও মুন্নাকে গতকাল রোববার দিনগত রাতে ঢাকার উপকন্ঠ সাভার ও পাবনা শহর থেকে গ্রেপ্তার করেছে পৃথক জেলা পুলিশ। ধর্ষণের শিকার কলেজ ছাত্রী মেয়েটি এখনো বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন মেয়েটি কাল সকালে জানিয়েছে, শরীরে অসহ্য যন্ত্রণা। নড়াচড়া করতে পারছে না। মাথায় অনেক শখের চুল ছিল। চুলের কথা মনে হলেই বুকটা ফেটে যাচ্ছে। হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান আবদুল মোত্তালেব হোসেন বলেন, মেয়েটির শরীরে লোহা বা রড-জাতীয় বস্তু দিয়ে সাত থেকে আট জায়গায় আঘাত করা হয়েছে। ফোলা ও জখম আছে।

গত শনিবার গ্রেপ্তার করা শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে অভিযুক্ত শ্রমিকলীগনেতা তুফানের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র । ঘটনা তদন্তে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি করা হয়েছে। জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান নিউজ৭১ ডটকমকে জানিয়েছন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তুফানের স্ত্রীর বড় বোন কাউন্সিলর মার্জিয়া ও তাঁর মাকে পাবনা মেডিকেল কলেজের সামনে থেকে গ্রেপ্তার করে। এছাডাও ঢাকা জেলা পুলিশের সহায়তায় তুফানের স্ত্রীকে তার সহযোগীসহ সাভার থেকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন