News71.com
 Bangladesh
 08 Jun 22, 11:57 AM
 1377           
 0
 08 Jun 22, 11:57 AM

ময়মনসিংহে বজ্রপাতে টাওয়ার-গ্যাস লাইনে আগুন ।।

ময়মনসিংহে বজ্রপাতে টাওয়ার-গ্যাস লাইনে আগুন ।।

নিউজ ডেস্কঃ  পাঁচ মিনিটের ব‍্যবধানে ময়মনসিংহ নগরীতে পৃথক পৃথক বজ্রপাতে দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আগেই খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

মঙ্গলবার (৭ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বজ্রপাতে নগরীর ছায়াবাণী হলের বিপরীতে ১৪ তলা স্বপ্ননীড় টাওয়ারে প্রথম অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ ঘটনার মাত্র পাঁচ মিনিট পরই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসলির মোড় আজিজ মণ্ডলের ৫ তলা ভবেনের পেছনে গ্যাস লাইনে বজ্রপাতে দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বৃষ্টি ঝরা আকাশে একের পর এক বজ্রধ্বনিতে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়।   ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আতিকুর রহমান এ তথ‍্য নিশ্চিত করেছেন।  এ সময় তিনি জানান, বজ্রপাতে স্বপ্ননীড় টাওয়ারের গ‍্যাস লাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে এসির ফ‍্যানে আগুন লেগে ছড়িয়ে পড়ে প্রায় ২৫ থেকে ৩০টি রাইজার পুড়ে গেছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন