News71.com
 Bangladesh
 04 Sep 21, 11:38 PM
 773           
 0
 04 Sep 21, 11:38 PM

ব্যাংক ডাকাতির টার্গেট ছিল ময়মনসিংহে আটক ৪ জঙ্গির॥ র্যাব

ব্যাংক ডাকাতির টার্গেট ছিল ময়মনসিংহে আটক ৪ জঙ্গির॥ র্যাব

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে আটক চার জঙ্গির ব্যাংক ডাকাতির টার্গেট ছিল বলে জানিয়েছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৪) কমান্ডার খন্দকার আল মঈন। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ময়মনসিংহ র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ তাদের আটক করে র‍্যাব।

আটক জঙ্গিরা হলেন, ময়মনসিংহের জুলহাস উদ্দিন ওরফে কাদেরী (৩৪), ব্রাহ্মণবাড়িয়ার রোবায়েদ আলম ওরফে ধ্রুত (৩৩), ময়মনসিংহের মো. আলাল ওরফে ইসহাক (৪৮) ও রংপুরের আবু আইয়ুব ওরফে খালিদ (৩৬)। সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। কিছুক্ষণ গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে চার জঙ্গিকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আটকের সময় তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলবার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন