News71.com
 Bangladesh
 08 Sep 19, 11:31 AM
 618           
 0
 08 Sep 19, 11:31 AM

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত॥

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত॥

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ সদরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ডিবি পুলিশের দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। গতকাল শনিবার দিবাগত রাতে শহরের নিজামনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সজল (২৪)। তার বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ ছয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাতে নিজামনগর এলাকায় কয়েকজন মাদক বিক্রেতা মাদক ক্রয়-বিক্রয় করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে সজল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন