bangladesh
 29 Aug 19, 06:39 PM
 71             0

ফুলপুরে প্রেমিকের আশ্রয়ে প্রেমিকার মৃত্যু।।

ফুলপুরে প্রেমিকের আশ্রয়ে প্রেমিকার মৃত্যু।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলপুরে সাবিনা ইয়াসমিন (১৮) নামে এক তরুণির রহস্যজনক মৃত্যু হয়েছে তার প্রেমিকের আশ্রয়ে। এ মৃত্যুর পর প্রেমিকার লাশ হাসপাতালে ফেলে পালিয়েছে তার কথিত প্রেমিক। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কথিত প্রেমিক কামরুল (২৫) ও তার লোকজন গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ইয়াসমিনকে নিয়ে আসে। চিকিৎসক মৃত ঘোষণা করার পর তারা সটকে পড়ে।

কথিত প্রেমিক কামরুল ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। সাবিনা ইয়াসমিন হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের কুমুড়িয়া গ্রামের লিয়াকত আলী খাঁর মেয়ে। ইয়াসমিন গাজীপুরে একটি গার্মেন্টসে কাজ করতেন। দুদিন আগে তিনি কামরুলের কাছে আসেন। কিন্তু পুলিশ বলছে ইয়াসমিনকে অপহরণ করে আনা হয়েছিল। এস আই সুমন মিয়া জানান, ঘটনার ক্লু বের করতে কাজ করছে পুলিশ। মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')