News71.com
 Bangladesh
 02 Aug 23, 11:13 PM
 509           
 0
 02 Aug 23, 11:13 PM

খলনা জেলা আওয়ামীলীগ নেতা অজয় সরকাররে মতবিনিময়

খলনা জেলা আওয়ামীলীগ নেতা অজয় সরকাররে মতবিনিময়

নিউজ ডেস্কঃ খুলনা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও খুলনা ৫ আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার বলেছেন, ১৫ আগাষ্টের খুনি ও স্বাধীনতা বিরোধী অপশক্তি কে রুখতে আসন্ন দ্বাদশ সাংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। তিনি বলেন শোকাবহ আগষ্টের শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আওয়ামীলীগের প্রতিটি নেতা কর্মীকে শপথ নিতে হবে । তিনি গতকাল ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ের শরাফপুর ও বানিয়াখালি বাজারে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় এসব কথা বলেন॥

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৮ নং শরাফপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক এইচ.এম. উবাঈদ উল্লাহ্, সিনিয়র নেতা রফিক শেখ, মাহাবুল গোলদার, হারুনূর রশীদ সহ-সভাপতি ডুমুরিয়া মৎস্যজীবি লীগ, স্বজল মন্ডল, আশরাফুল আলম সেতু সহ-সম্পাদক খুলনা জেলা ছাত্রলীগ। সোহাগ সরকার সাবেক সহ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ,আবু মুছা বিশ্বাস,ইসমাইল সরদার,শ্যাম দাশ, জালাল বিশ্বাসসহ নেতৃবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন