News71.com
 Bangladesh
 02 Sep 22, 09:34 AM
 400           
 0
 02 Sep 22, 09:34 AM

যশোরে ১০ কেজি স্বর্ণ জব্দ, পাচার চক্রের হামলা।। নিহত ১

যশোরে ১০ কেজি স্বর্ণ জব্দ, পাচার চক্রের হামলা।। নিহত ১

নিউজ ডেস্কঃ যশোরের শার্শা উপজেলায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি স্বর্ণ জব্দ করেছে। এসময় ডিবি পুলিশের ওপর ককটেল হামলা চালিয়েছে স্বর্ণ পাচারকারীরা। এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ও হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন এক স্বর্ণ পাচারকারী। তবে তার নাম-ঠিকানা জানা যায়নি।

পাচারকারীদের ছোড়া ককটেলে তোহিদ ইসলাম ও রনবীর নামে পুলিশের দুই সিপাহি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে শার্শা উপজেলার জামতলা এলাকার মবিল ফ্যাক্টির সামনে নাভারন-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার সাজাদিয়া গ্রামের আবুল সরকারের ছেলে রবিন (৪৫) ও একই জেলার পাঁচ গাছিয়া গ্রামের কবির হোসেনের ছেলে কাশেম(৩৫)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন