News71.com
 Bangladesh
 30 Jun 22, 10:37 AM
 1445           
 0
 30 Jun 22, 10:37 AM

খুলনাঞ্চলের চিংড়িতে অপদ্রব্য পুশ যেনো অপ্রতিরোধ্য ।।

খুলনাঞ্চলের চিংড়িতে অপদ্রব্য পুশ যেনো অপ্রতিরোধ্য ।।

নিউজ ডেস্কঃ খুলনাঞ্চলে চিংড়িতে অপদ্রব্য পুশ চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। গলদা ও বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ যেনো অপ্রতিরোধ্য।অসাধু পুশ চক্র যেন কোনোভাবেই দমন করা যাচ্ছে না। র‌্যাব-পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলেও, প্রায় সময়েই ধরা-ছোঁয়ার বাইরে থাকেন মূল হোতারা। তাদের অপতৎপরতার কারণে সৎ ব্যবসায়ীরাও পড়ছেন বেকায়দায়।চিংড়ি মাছে বিভিন্ন অপদ্রব্য পুশ করা অব্যাহত থাকায় দেশে ও বিদেশে চিংড়ির মান নিয়ে প্রশ্ন উঠেছে। বিদেশের বাজারে দেশের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে। কয়েকটি চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি বিদেশের বাজারে বাংলাদেশের চিংড়ির মান নিয়ে প্রশ্ন উঠেছে। বিদেশে চিংড়ির চাহিদা কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম পড়তে শুরু করেছে। এতে হুমকির মুখে পড়েছে সাদা সোনা খ্যাত দেশের দ্বিতীয় রপ্তানি পণ্যটি।

সবশেষ বুধবার (২৯ জুন) সকালে কয়রা উপজেলা মৎস্য অধিদপ্তরের নিয়মিত অভিযানে আবারো অপদ্রব্য মিশ্রিত ৮৬ কেজি চিংড়ি মাছসহ ২ জনকে আটক করা হয়েছে।কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আমিনুল হকের নেতৃত্বে কয়রা মদিনাবাদ স্কুল এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবন থেকে আহরণ করা অপদ্রব্য মিশ্রিত ৮৬ কেজি চিংড়ি মাছসহ ২ জনকে আটক করেছে। আটককৃত চিংড়ি মাছ কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে এবং আটক ব্যক্তিদের কাছ থেকে মৎস্য ও এর পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে ৬০ হাজার টাকা জরিমানা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন