News71.com
 Bangladesh
 07 Jun 22, 06:42 PM
 731           
 0
 07 Jun 22, 06:42 PM

ঝিনাইদহের সীমান্ত থেকে ৩৪ জন আটক।।

ঝিনাইদহের সীমান্ত থেকে ৩৪ জন আটক।।

নিউজ ডেস্কঃ  ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের ইটভাটা এলাকার সীমান্ত থেকে ৩৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ জুন) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটকদের অধিকাংশের বাড়ি বাগেরহাট, চাদপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, নড়াইল জেলায় বলে জানা গেছে। পরিচালক সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ইটভাটা এলাকায় অভিযান চালায় যাদবপুর বিওপির টহল দল। এসময় ৩৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৪ জন পুরুষ, ৯ জন নারী ও ১১ জন শিশু রয়েছেন। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন