News71.com
 Bangladesh
 30 May 22, 08:46 PM
 1334           
 0
 30 May 22, 08:46 PM

কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে।।খুলনা বিভাগীয় কমিশনার

কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে।।খুলনা বিভাগীয় কমিশনার

নিউজ ডেস্কঃ সরকারের লক্ষ্য অনুযায়ী ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হলে বেকার যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এক কথায় একাডেমিক পড়াশুনার পাশাপাশি কারিগরি শিক্ষায় নিজেদের শিক্ষিত করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের জনশক্তির কর্মদক্ষতা ভালো। সোমবার (৩০ মে) সকালে খুলনার সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজি আয়োজিত চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ বলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।

তিনি বলেন, দেশে-বিদেশের চাকরির বাজার অনেক বড়। শুধু দরকার দক্ষতা ও যোগ্যতার পাশাপাশি কৌশলী হওয়া। সর্বোপরি পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারলেই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং নিজেদেরও ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব। সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজির মেইন ক্যাম্পাসে এ চাকরি মেলার উদ্বোধন করা হয়। এটুআই, ইউনিসেফ ও ইউএনডিপি এক্সেলেটর ল্যাব এর সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন