News71.com
 Bangladesh
 17 Jul 21, 08:10 PM
 429           
 0
 17 Jul 21, 08:10 PM

সাতক্ষীরার শ্যামনগরে র্যাবের অভিযানে আহত ৭॥ আটক ৫

সাতক্ষীরার শ্যামনগরে র্যাবের অভিযানে আহত ৭॥ আটক ৫

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ও রমজান নগর ইউনিয়নে শুক্রবার রাতে মাদক চোরাকারবারিদের ধরতে অভিযানের সময় তিন ‌র‌্যাব সদস্যসহ আটজন আহত হয়েছেন। চোরাকারবারিরা এ সময় সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় র‌্যাব রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন ও তার চাচাতো ভাই একই ইউনিয়নের মেম্বার জাহাঙ্গীরসহ পাঁচজনকে আটক করেছে। গতকাল শুক্রবার (১৬ জুলাই) রাতে উপজেলার কৈখালি ও রমজাননগর সংযোগ ব্রিজের কাছে এই হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে র‌্যাব সদস্য বিশ্বজিৎ ও আসলাম এবং র‌্যাবের সোর্স মো. আব্দুল্লাহ, রবিউল ইসলাম, আব্দুল হামিদ লাল্টু, মনির ও সাদেক হোসেনের পরিচয় জানা গেছে। তাদের শ্যামনগর ও খুলনায় চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে একটি প্রাইভেট কার ও পাঁচটি মোটরসাইকেলে কয়েক জন সোর্স নিয়ে র‌্যাব কৈখালি এলাকায় মাদক বিরোধী অভিযানে নামে। মাদক কেনাবেচার ভান করে তা জব্দ করার সময় চোরাচালানিরা তাদের ওপর হামলা করে। এসময় তাদেরকে মারধর করে কৈখালির একটি ঘরে আটকে রাখে। খবর পেয়ে রমজান নগরে থাকা র‌্যাবের কয়েকজন সোর্স ও সদস্য কৈখালি থেকে তাদের উদ্ধার করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন