
নিউজ ডেস্কঃ যশোরে একটি পিস্তল, চারটি চাকু ও তিনটি মোটরসাইকেলসহ ৫ জনকে আটক করেছে র্যাব। শনিবার (১৩ মার্চ) গভীর রাতে ফুলতলা থানার গাড়াখোলা থেকে তাদের পিস্তলসহ আটক করা হয়।রোববার (১৪ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে অভিযান চালিয়ে শিমুল হাওলাদার (৩০), হৃদয় মহলদার (১৯), বাদশা গাজী (২৩), রুমান মহলদার (১৯) ও রাসেল শেখকে (২০) আটক করে র্যাব। পরে তাদের কাছ থেকে একটি পিস্তল, গুলি, চারটি চাকু ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের সবার বাড়ি গাড়াখোলায়। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।