News71.com
 Bangladesh
 02 Nov 20, 12:41 PM
 725           
 0
 02 Nov 20, 12:41 PM

দিঘলিয়ায় বাল্যবিবাহ রোধে অভিযান।। বর ও পিতার সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড

দিঘলিয়ায় বাল্যবিবাহ রোধে অভিযান।।  বর ও পিতার সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড

দিঘলিয়া প্রতিনিধিঃ গতকাল ১ লা নভেম্বর সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার ফরমায়েশখানা এলাকায় বাল্যবিবাহ রোধে অভিযান পরিচালিত হয়। গোপন সুত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহাবুবুল আলম বিয়ে বাড়িতে উপস্থিত হয়। এসময় বর মহিদুল ইসলাম সাগর (১৯) পিতা আল হেলাল, সাং ফরমায়েশ খানা, দিঘলিয়া, খুলনা, জনৈক কিশোরী (১৪) কে গোপনে বিয়ের কার্যক্রম চালাচ্ছিল। উভয়ের পরিবার একটি এভিডেভিড করে এই বাল্যবিবাহ করতে বাধ্য করেছিলো। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম বর মহিদুল ইসলাম সাগর ও তার পিতা আল হেলালকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন হতে কোনভাবেই ছাড় দেওয়া হবে না, তিনি সকলকে সচেতন হবার আহবান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন