Bangladesh
 18 Sep 20, 03:30 PM
 73             0

ফেসবুক লাইভের পর যশোরে এক যুবকের আত্মহত্যা॥

ফেসবুক লাইভের পর যশোরে এক যুবকের আত্মহত্যা॥

নিউজ ডেস্কঃ শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামে স্ত্রীর পরকীয়ার জেরে ফেসবুক লাইভে পর বিষ পান করে আত্মহত্যা করেছেন রফিকুল ইসলাম (৪০) নামে এক প্রবাস ফেরত।বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) বিকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নিহত শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের দিদার আলীর ছেলে।নিহতের বাবা দিদার আলী জানান, তার ছেলে বিদেশ যাওয়ার পরে ছেলের বৌ মনিরা ইয়াসমিন যশোরের লাইব্রেরি কোচিং সেন্টারের প্রিন্সিপ্যাল হাবিবুর রহমানের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ঘটনাটি জানা জানি হলে তাকে অনেক বুঝিয়েও এ পথ থেকে ফেরানো যায়নি। এদিকে ছেলে ফেরার আগে ছেলের বৌ তার নাতিকে ও ঘরের আসবাবপত্র এবং টাকা নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। আমার ছেলে গত ১৩ দিন আগে বিদেশ থেকে ফিরে তার স্ত্রী ও সন্তানকে বাড়ি ফেরাতে অনেক চেষ্টা করে ফেরাতে পারিনি। এতে কষ্টে সে আত্মহত্যা করেছে।এদিকে নিহত রফিকুল বুধবার ১৬ সেপ্টেম্বর রাতে ফেসবুক লাইভে এসে ও ১০০ টাকার স্টাম্পে স্ত্রী মনিরা ইয়াসমিন, শ্বাশুড়ী আয়শা আক্তার,খালা শাশুড়ী রিনা পারভিন,খালু শশুর আব্দুল,মামা শ্বশুর মিঠু ও যশোরের লাইব্রেরি কোচিং সেন্টারের প্রিন্সিপ্যাল হাবিবুর রহমানকে দায়ী করে বিষপানে আত্মহত্যা করেন। সে লাইভে তার বাবাকে বলেন তার মৃত্যুর পর তার বালিশের নিচে রেখে যাওয়া স্টাম্পের নাম অনুযায়ী অভিযুক্তদের নামে মামলা করতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')