Bangladesh
 10 Sep 20, 07:36 PM
 71             0

আশাশুনিতে বাঁশ বুকে ঢুকে পুলিশের এএসআইয়ের মৃত্যু॥

আশাশুনিতে বাঁশ বুকে ঢুকে পুলিশের এএসআইয়ের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজার এলাকা থেকে ডিউটি শেষে থানায় ফেরার সময় রাস্তায় ট্রাকে রাখা বাঁশ বুকে ঢুকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহজামাল মারা গেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চাপড়া ব্রিজের উত্তরপাশে এ দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনার পর প্রথমে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, এএসআই মো. শাহজামাল বুধহাটা বাজারে ডিউটি করছিলেন। ডিউটি শেষে ভোরে বুধহাটা বাজার থেকে তিনি মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন। পথিমধ্যে চাপড়া ব্রিজের উত্তরপাশে অন্ধকারের মধ্যে অবৈধভাবে পার্কিং করা বাঁশ বোঝাই ট্রাকটির পেছনের অংশের বাঁশ শাহজামালের বুকের ডান পাশে ঢুকে যায়। তার বাম হাতও জখম হয়।ওসি আরও জানান, খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')