News71.com
 Bangladesh
 21 Aug 20, 09:57 PM
 798           
 0
 21 Aug 20, 09:57 PM

বা‌গেরহা‌টে চিং‌ড়িচাষী‌দের মা‌ঝে চিংড়ি পোনা বিতরন করল মৎস বিভাগ  

বা‌গেরহা‌টে চিং‌ড়িচাষী‌দের মা‌ঝে চিংড়ি পোনা বিতরন করল মৎস বিভাগ   

বাগেরহাট সংবাদদাতাঃ বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত গলদা চিংড়ির রেণু বিনামূল্যে চাষিদের মধ্যে বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে গবেষণা কেন্দ্রের হ্যাচারি চত্বরে এ রেণু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম। এসময় চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রাকিবুল হাসান, ড. এএসএম তানবিরুল হক, সাবরিনা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন চিংড়ি চাষিদের মধ্যে দুই হাজার করে গলদার রেণু (পোনা) বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উৎপদিত রেণু চাষিদের মধ্যে বিতরণ করা হবে বলে চিংড়ি গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে প্রায় এক লাখ পোনা বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন