News71.com
 Bangladesh
 27 Jul 20, 09:25 PM
 820           
 0
 27 Jul 20, 09:25 PM

সাতক্ষীরায় মক্ষীরানীসহ গ্রেফতার কথিত সাংবাদিক ও মানবাধিকার নেতা শহিদুল॥

সাতক্ষীরায় মক্ষীরানীসহ গ্রেফতার কথিত সাংবাদিক ও মানবাধিকার নেতা শহিদুল॥

নিউজ ডেস্কঃ এক নারীর সঙ্গে ছবি তুলে ব্লাকমেইলের মাধ্যমে মোটা অংকের টাকা আদায়ের জন্য পাঁচ দিন আটক রাখা এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ব্লাকমেইলকারি স্বঘোষিত এক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, ভূমিহীন নেতা, ঢাকা থেকে প্রকাশিত দুটি পত্রিকার মালিক শহীদুল গাজী ও তার ব্লাকমেইলিংয়ের সহযোগী নারী আফসানা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের পলাশপোলের সরদারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক প্রতারক চক্রের হোতা শহীদুল ইসলাম স্বঘোষিত পরিবেশ সোসাইটি সাংবাদিক মানবাধিকার সংরক্ষণ এর চেয়ারম্যান, ঢাকা থেকে প্রকাশিত দু’টি পত্রিকার সম্পাদক ও কালিগঞ্জ উপজেলার ইউসুফপুর গ্রামের মৃত ইমান আলী গাজীর ছেলে। তার সহযোগী নারী কালিগঞ্জ উপজেলার মৌতলা এলাকার মৃত. কাজী আব্দুল আহাদের কন্যা আফসানা বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, নিজেকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কয়েকটি পত্রিকার সম্পাদক ও সাংবাদিক পরিচয়ে ভূমিহীন শহীদুল ইসলাম ও সহযোগী আফসানা জেলা ও জেলার বাইরে বিভিন্ন স্থানে মানুষকে জিম্মি করে ব্যাপক চাঁদাবাজি করে আসছিল। কয়েক বছর আগে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শহীদুল একই এলাকার অসিত মণ্ডলের পক্ষ নেয়। এ নিয়ে অসিত মণ্ডলকে দিয়ে প্রতিপক্ষ এক আইনজীবীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করায় অসিত মণ্ডলের বিরুদ্ধে প্রতিপক্ষরা মামলা দিলে অসিত মণ্ডল বাড়ি ছাড়া হন। এক পর্যায়ে আইনি সহায়তা দেওয়ার নাম করে অসিতের স্ত্রীর সঙ্গে জোর পূর্বক অনৈতিক সম্পর্ক গড়ে তোলে শহীদুল। এক পর্যায়ে ওই নারী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন