News71.com
 Bangladesh
 21 Jun 20, 11:03 AM
 1163           
 0
 21 Jun 20, 11:03 AM

খুলনায় করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাঠে কাজ করছে নগর আওয়ামী লীগ॥  

খুলনায় করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাঠে কাজ করছে নগর আওয়ামী লীগ॥   

নিউজ ডেস্কঃ খুলনায় করোনা প্রতিরোধে সক্রিয় হয়েছে নগর আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকালে মহানগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাইকিং করে দোকানপাট বন্ধ করে দেয়। এসময় তারা সন্ধ্যার পর কোন স্থানে আড্ডা না দেওয়া ও রাত ৮টার পর বাড়ি থেকে বের না হওয়ার আহবান জানান । জানা যায়, এর আগে গত শুক্রবার বিকালে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জরুরি সভায় করোনা প্রতিরোধে ওয়ার্ড ভিত্তিক ‘করোনা প্রতিরোধ সামাজিক স্বেচ্ছাসেবক কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

এসময় করোনা প্রতিরোধে গঠিত কমিটিতে ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ১৪ দলের সদস্য, স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, শিক্ষক ও এলাকার গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে রাখার সিদ্ধান্ত হয় । এতে বিকাল ৪টার মধ্যে সকল প্রকার দোকানপাট বন্ধ করা, অকারনে ঘরের বাইরে ঘোরাফেরা বা অবস্থান করলে তাকে ঘরে গিয়ে নিরাপদে থাকতে অনুরোধ জানানো, মাস্ক ব্যবহারে বাধ্য করা এবং সামাজিক নিরাপত্তা বজায় রাখার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ নেতারা জানান, তারা মাইকিং করে বিকাল ৪টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার আহবান জানাচ্ছি। এছাড়া জোন ভিত্তিক নয় যে বাড়িতে করোনা আক্রান্ত হয়েছে, শুধুমাত্র সেই বাড়ি ও একই সড়কে একাধিক বাড়িতে আক্রান্ত হলে ওই সড়ক লকডাউন করার উদ্যোগ নেওয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন