News71.com
 Bangladesh
 18 Jun 20, 06:50 PM
 903           
 0
 18 Jun 20, 06:50 PM

খুলনায় একদিনে ৯৭ জনের করোনা শনাক্ত॥

খুলনায় একদিনে ৯৭ জনের করোনা শনাক্ত॥

নিউজ ডেস্কঃ খুলনায় একদিনে করোনা ভাইরাস শনাক্তের রেকর্ড গড়েছে। গতকাল বুধবার (১৭ জুন) খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৯৭টি করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। গতকাল বুধবার রাতে খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, এদিন খুমেকের পিসিআর মেশিনে মোট ২৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ২৭০টি। এদের মধ্যে ১০২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে ৯৭ জনই খুলনা জেলার। এছাড়া রয়েছেন দু’জন বাগেরহাটের, দু’জন যশোরের ও নড়াইলের একজন ।

 

খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে জানা গেছে, খুলনায় গতকাল বুধবার দুপুর পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিল ৪৯২ জন। যার মধ্যে মারা গেছে ৯ জন আর সুস্থ হয়েছেন ৭৫ জন, বাকিরা এখনো চিকিৎসাধীন। এছাড়া বুধবার ৯৭টি করোনা পজিটিভের মধ্যে কয়েকটি ফলোআপ বাদে প্রায় ৯০ জনের অধিক নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন