News71.com
 Bangladesh
 27 May 20, 05:38 PM
 814           
 0
 27 May 20, 05:38 PM

মোংলা উপকুলে বৈরী হাওয়া॥৩ নম্বর সতর্ক সংকেত - পণ্য খালাস ব্যাহত

মোংলা উপকুলে বৈরী হাওয়া॥৩ নম্বর সতর্ক সংকেত - পণ্য খালাস ব্যাহত

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের প্রভাবে মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূল অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। যার কারণে মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে হঠাৎ বুধবার (২৭ মে) সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় এখানকার মানুষ ঘর থেকে বের হতে পারছে না। অপরদিকে, কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টির ফলে বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাস কাজ ব্যাহত হচ্ছে।মঙ্গলবার দুপুর পর্যন্ত এ বন্দরে সার, কিংকার, পাথর, গ্যাস, ফ্লাই আ্যশসহ ৮টি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় ছিল বলে জানায় বন্দর কর্তপক্ষ।বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য বিরাজ করায় মঙ্গলবার (২৬ মে) সুন্দরবন উপকূল অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। থেমে থেমে কখনও মাঝারি আবার কখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। উপকুলীয় এলাকায় প্রচণ্ড বাতাস ছাড়াও বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া।বৃষ্টির কারণে এখানকার নিম্নআয়ের মানুষ ঘর থেকে বের হতে না পারায় পরিবার নিয়ে দুচিন্তায় পড়তে হচ্ছে তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন