News71.com
 Bangladesh
 06 May 20, 07:39 PM
 823           
 0
 06 May 20, 07:39 PM

মোংলায় কালবৈশাখীর ছোবল॥ ৫০ বাড়ি বিধ্বস্ত

মোংলায় কালবৈশাখীর ছোবল॥ ৫০ বাড়ি বিধ্বস্ত

নিউজ ডেস্কঃ মোংলায় হঠাৎ কালবৈশাখীর ছোবলে প্রায় ৫০টি কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বুধবার (০৬ মে) ভোরে আকস্মিক তাণ্ডবে উপড়ে পড়েছে অসংখ্য গাছ। একই সঙ্গে মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জমান জানান, কালবৈশাখীর ঝড়ে মোংলার মিঠাখালী, চাঁদপাই, চিলা ও সুন্দরবন ইউনিয়নের কয়েকটি গ্রামে কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভোর সাড়ে ৫টার দিকে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ ঝড়ে মোংলা উপজেলার সব ইউনিয়নে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ক্ষতি হয়েছে মাছের ঘের ও মাঠে ফসল।তিনি আরও জানান, মিঠাখালী ইউনিয়নে বায়েজিত হোসেন নামের এক সংবাদকর্মীর বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।চিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আকবার হোসেন জানান, উপজেলার পশুর নদীর পারে অবস্থিত চিলা ইউনিয়ন। সেখানে নদীর পার লাগোয়া শতাধিক কাচা ঘর রয়েছে। ভোর রাতে সেহেরী খাবার পর মানুষ ঘুমিয়ে ছিল, হঠাৎ কাল বৈশাখী ঝড়ে তাদের ঘরের চালা ও আসবাব পত্র উড়িয়ে নিয়ে যায়। তবে কোন মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে পুরো ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন