News71.com
 International
 07 Apr 20, 01:42 PM
 336           
 0
 07 Apr 20, 01:42 PM

যুক্তরাষ্ট্র, জাপান, ভুটানের পর এবার ঢাকা ছাড়লেন রাশিয়ার ১৭৮ নাগরিক॥

যুক্তরাষ্ট্র, জাপান, ভুটানের পর এবার ঢাকা ছাড়লেন রাশিয়ার ১৭৮ নাগরিক॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের আশঙ্কায় যুক্তরাষ্ট্র, জাপান, ভুটান, মালয়েশিয়ার পর এবার ১৭৮ জন রাশিয়ান নাগরিকও ঢাকা ছেড়েছেন। সোমবার সন্ধ্যা পেগাস ফ্লাই নামের রাশিয়ার একটি বিমানের বিশেষ ফ্লাইটে (চাটার্ড) ৬টায় তাদের বহনকারী ইও ২৫৮৪ ফ্লাইটটি মস্কোর উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। অবশ্য আগের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীসহ অন্যান্য বিশেষজ্ঞ রাশিয়ান নাগরিকরা ফিরে যাচ্ছেন। সিভিল এভিয়েশন সূত্র জানায়, রবিবার রাতেই তারা রুপপুর থেকে ঢাকায় পৌঁছান। এর পর তারা ফিরে যাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন। আপাতত, করোনা পরিস্থিতিতে প্রকল্পটি বন্ধ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন